রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম - ৪ সীতাকুণ্ড, আসনে সতন্ত্র প্রার্থী মোঃ সালাউদ্দিন সরকারী চাকুরী করে ও ব্যবসায়ী উল্লেখ করে সত্য গোপন করায় নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল,সাথে এক লক্ষ টাকা জড়িমানা করেছেন। তাঁর এহেন পাগলামি সীতাকুন্ডে হাসির খোরাক জুগিয়েছেন।
সীতাকুণ্ড রিটার্নিং অফিসার আমাদের সময় কে জানায়, মোঃ সালাউদ্দিন চাকুরী করেন সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে স্বাস্হ্য সহকারী (ঔষধ বিতরণকারী) পদে,কিন্তু তিনি আসন্ন স্যসদ নির্বাচনে মনোনয়ন ফরমে হরফনামায় ব্যবসায়ী উল্লেখ করেন,যাচাই বাচাইয়ে তিনি এক শতাংস ভোটারের সই জমা দিতে না পারায় তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন,এর পর তিনি হাইকোর্টে আফিল করে সেখানেও তিনি বাতিল হলে এরপর তিনি সুপ্রিম কোর্টে আফিল করেন,মাননীয় কোর্ট উনার প্রার্থীতা বলবৎ রাখেন।সাথে তারঁ প্রতীক ও বরাদ্দ করেন রকেট। এরপর তিনি পোষ্টারের ছাপানো,গন সংযোগ কার্যক্রম চালিয়ে যান,
এদিকে তাঁর প্রার্থীতা চ্যালেন্জ করে সুপ্রিম কোর্টে আফিল করেন নির্বাচন কমিশন, শুনানী শেষে সরকারী চাকুরী করেন তথ্য গোপন করায় আজ রবিবার ৩১ ডিসেম্বর মাননীয় কোর্ট চেম্বার বিচারপতি এম ইনায়েতুল রহিম তাঁর প্রার্থীতা বাতিল সাথে এক লক্ষ টাকা জরিমানা করেন।
উক্ত জরিমানার টাকা আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের ডে- কেয়ার সেন্টারে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় জিনগত ব্যবস্হা নেয়ার জন্য স্বাস্হ্য অধিদপ্তরের মহা পরিচালক কে নির্দেশ দেন।
নির্বাচন কমিশনের পক্ষে মুনানী করেন ব্যারিষ্টার খানঁ মোহাম্মদ শামীম আজিজ।তিনি আমাদের সময় কে বলেন,এই প্রার্থীর আর নির্বাচন করার কোন পথ রইলোনা,তিনি দূরান্ত চতুর মনে হেরেও আসলেই বোকা,প্রার্থীতা বাতিল,জরিমানা পাশাপাশি চাকুরীর হারাতে পারেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.