মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও ভারতের বিজেপি নেতার সমর্থন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে আল বাইয়্যিনাত উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (০৪ অক্টোবর) বাদ যোহর উক্ত সংগঠন থেকে বিক্ষোভ মিছিল বের করে নতুন ব্রীজ বাইপাস সড়ক হয়ে উপজেলার সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চারমাথা মেইন চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশ শেষে পুনরায় পুরাতন ব্রিজ রোড প্রদক্ষিণ করেন র্যালিটি।
মিছিলে তারা, বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান, রাসূলের দুশমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে হাফেজ আবদুল্লার সঞ্চালনায় আঞ্জুমানে আল বাইয়্যিনাত উপজেলা শাখার সভাপতি শামিম ফারুক টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
এ সময় বক্তব্যে তাদের নেতাকর্মীরা ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার বন্ধ ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, আজকে আমরা মহানবী (সা:) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জড়ো হয়েছি। রাসুলুল্লাহ্ (সা:) আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে তাকে সম্মানিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে।
ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই। শাতিমে রাসূলেরা মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন শাতিমে রাসূলদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করেন এই দাবিও জানান সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.