১৮-১০-২০২৪
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে বর্তমান কমিটির নেতারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন,বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কয়েকজন মালিক ও শ্রমিক কর্মকর্তাসহ জেলা প্রশাসকের নিকট সাধারণ মালিকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়ে দেখা করতে গেলে আওয়ামী নেতা মমিন,গৌতম মোহন চৌধুরী রাকেশ,মাইনুল হক হারু,সাবেক কাউন্সিলর মিলু, রজব আলী,আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গীর আলম, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু,ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুলিপ,মাজদার আলীসহ আরও কয়েকজন আমাকে এবং শ্রমীক ইউনিয়নের কর্মকর্তা সাজ্জাদ হোসেন কাক্কুসহ আরও কয়েকজন নেতৃবৃন্দকে ব্যাপকভাবে মারপিট করে আহত করেন।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি আবগত করি।
নজরুল ইসলাম হেলাল আরও বলেন,আমাদের উপর যারা হামলা করেছে তারা অতীতের স্বৈরাচারী সরকারের দোসর।বর্তমান সরকারকে চাপে রাখতে ও পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ রয়েছে। আমরা বিশ্বাস করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.