নোয়াখালী জেলা প্রতিনিধি --
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ফৌজদারী বিধান কোষের ১৫৪ নং ধারায় ধর্তব্য অপরাধ সংক্রান্ত অবৈধভাবে ধ্বংসাত্বক ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার চেষ্টার অপরাধ সহ বিস্ফোরক দ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে একটি সরকারবাদী মামলা দায়ের করা হয়েছে। --
সূত্র: সেনবাগ থানার মামলা নম্বর ০১/১৭৬, তারিখ ০১/০১/২০২৩ইং- ধারা- স্পেশাল পাওয়ারএ্যাষ্ট ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি,তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারা।।
উক্ত মামলাটি এসআই সনৎ বড়ুয়া (সেনবাগ থানা) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।--
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উক্ত মামলার ১০ নং এবং ১২ নং আসামীগণ দীর্ঘদিন থেকে দেশের বাহিরে (প্রবাসে) অবস্থান করছেন।
তাদের মধ্যে ১০ নং আসামী আনোয়ারুল আজীম সোহেল(৩৮), পিতা-অজ্ঞাত, সাং-কাদরা (শিক্ষক সেনবাগ ক্যাডেট মাদ্রাসা) দীর্ঘ নয় মাস আগে মালেশিয়াতে পাড়ি জমিয়েছেন। --
আর অন্য ১২ নং আসামী:- আবু সালেহ মোহাম্মদ জাহেদ (৩০), পিতা-মাওলানা আবু ইউসুফ, সাং- নবীপুর গত ১বছর ২ মাস ৯ দিন ইতালিতে অবস্থান করছেন,এই মামলার অন্য আসামিদের মধ্যে ১৭ নং আসামি মো: আব্দুল আলিম চট্রগ্রামে দীর্ঘ ৮ বছর ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে কর্মরত,১৬ নং আসামি মো:নজরুল ইসলাম ঢাকায় গত তিনবছর থেকে কর্মরত।
মামলায় উল্লেখ করা হয়েছে -আসামীগণ অবরোধ উপলক্ষে ধ্বংসাত্মক কর্যক্রমে লিপ্ত হওয়ার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয় এবং পুলিশ আসার খবর শুনে উক্ত আসামীরা পালিয়ে যায়।
উল্লিখিত মামলায় নাম উল্লেখ করে ১৭ জন সহ অজ্ঞাতনামা দিয়ে অনেকের নামে মামলা রুজু করা হয়।--
উক্ত মামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়লে,এলাকা সাধারণ মানুষের মাঝে আতংক এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।--
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.