বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা, পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির অর্থায়নে কুড়িগ্রাম জেলার, ভোগডাংগা ইউনিয়নের চর বড়াই বাড়ী গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্ন এন্ড লিভ এর টিবওয়েল বিতরণ ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। টিবওয়েল পেয়ে ভুক্তভোগীরী অনেক খুশি হয়েছেন।
টিবওয়েল পেয়ে শিউলি বেগম জানান,, নিজের জমি জমা কিছু নাই। সব ধরলা নিয়ে গেছে। ৩ সন্তান ও স্বামী সহ বাপের ৩ শতাংশ জমির মধ্যে বাড়ি করি থাকি। টিবওয়েল না থাকায় গোসল দেয়ার জন্য নদীতে যাই। রান্নাবান্না কাজের জন্য অন্যের বাড়ি থেকে পানি আনি। মানুষের বাড়ি থেকে পানি আনলে মানুষ অনেকটা খারাপ বলে, নিজেকেও লজ্জা লাগে। অনেকদিন থেকেই আমার বাড়িতে টিবওয়েল নাই। যাক, আর্ন এন্ড লিভ থাকি টিবওয়েল পেয়ে খুব ভাল নাগছে। যাই দিছে, তারা যেন ভালো থাকে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ভোগডাংগা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য, আব্দুল আলীম , বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক আমির হোসেন, প্রিন্সিপাল, মাওলানা ওবাইদুল হক, সমাজসেবক রুবেল মন্ডল, জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইহা ছাড়াও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত ভলান্টিয়ারদের নিয়ে সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান সাইদুর রহমান জানান,, অসহায় ও দুস্থ মানুষের জন্য কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় সংগঠন আর্ন এন্ড লিভ কে ধন্যবাদ ও প্রিয় ফরিদা ইয়াসমিন জেসি আপুর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য।”