হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
সুন্দরবন থেকে ২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতদল মোঃআসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসাবুর সানা ও মোঃ আলমগীর মীর খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোঃ আলমগীর মীরকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২ টি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.