সীতাকুণ্ড এসিল্যান্ড ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার পেল

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি অফিসে ধারাবাহিক ভাবে নিয়মিত গণশুনানী চালু রাখার কারণে ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার পেয়েছেন।

সূত্রে জানা যায়, ঢাকায় ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে তথ্য প্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনকে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার তুলে দেয়া হয়।এতে প্রধান অতিথি ছিলেন,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল।প্রতি বিভাগ থেকে ২ জন করে মোট ৮টি বিভাগে ১৬ জন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ নিজ উপজেলায় গৃহিত ” উদ্ভাবনী উদ্যোগ ” উপস্হাপন করে।

এই প্রতিযোগিতা ৩ জনকে পুরস্কৃত করা হয়।এদের মধ্যে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনের উদ্যোগটি প্রথম হয়।
এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাস্মদ ফখরুজ্জামান প্রতিনিধি কে বলেন,সীতাকুণ্ড উপজেলা সকারী কমিশনার মোঃ আলাউদ্দিন প্রথম পুরস্কারটি পাওয়ায় এটা গর্বের বিষয়।এমনকি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *