রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপকূলী সন্ধীপ চ্যনেলে একটি বালু তোলার ড্রেজার (বাল্কহেড) ডুবে ৪ শ্রমিক নিখোঁজ হলে এযাবত ৩ শ্রমিকের মৃত দেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে,এখনো নিখোঁজ রয়েছে একজন।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক ( তদন্ত) আবু সাঈদ প্রতিনিধি কে জানায়,গতকাল সোমবার রাত ৮ ঠায উপজেলার কুমিরা ইউনিয়নের ফেরীঘাট সংলগ্ন সাগর উপকূলে একটি লাশ ভাতহে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে , উদ্ধারকৃত শ্রমিকের নাম সোনা মিয়া(৫০), সে কক্সবাজার জেলার মহেশখারী থানার রাজপাট এলাকার সালেহ আহম্মদের ছেলে।এর আগে আকিলপুর উপকূলীয় এলাকায় নবী হোসেন(১৯) আব্দুল ,মান্নান (২৬) নামে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ,তারা লক্ষিপুর জেলার আলেকজান্ডার থানা সবুজ গ্রাম এলাকার বাসিন্দা।
সাগরে অবৈধভাবে বালু তুরিতে গিয়ে ইতিপূর্বে আরো একটি ডুবে যাওয়া দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছিল।
উল্লেখ্য, একটি প্রভাবশালী মহল সীতাকুন্ড উপকূলীয় এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে সন্ধীপ চ্যানেল সাগর থেকে বালু উত্তোলন করে আসছে,তারা এতোই শক্তিশালী প্রভাব পত্রিকায় নিউজ পাঠালে নিউজ আসেনা,সাংবাদিকরা হতে হয় তাদের হাতে নাজেহাল,সীতাকুণ্ড গুলিয়াখালী,বাড়বকুণ্ড,বাশঁবাড়ীয়া, কুমিরা,ভাটিয়ারী,ফৌজদারহাট এলাকায় এরা বালু উত্তোলন করে আসছে।