রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
আজ ১লা নভেম্বর (বুধবার) জাতীয় যুব দিবস। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ, অনুষ্ঠান উদ্বোধন, যুব র্যা লী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী, সংগঠক, উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ, সগঠন ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার (মিনা) ও যুব সংগঠক স্বপ্নীল সোহেলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম।
এতে আরও বক্তব্য প্রদান করেন তরুণ উদ্যোক্তা আয়েশা আক্তার, যুব সংগঠক শেখ সাইফুল ইসলাম রুবেল, এনজিও সংস্থা আনন্দ এর এমএ কুদ্দুস, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার এন্ড ফোকাল পারসোন (এডভোকেসি) মোহাম্মদ আলী শাহীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন অনিক, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়ারয়ালা ইউপি চেয়ারম্যান মো: রেহান উদ্দীন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো: নাজীম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন।
৬ জন যুব উদ্যোক্তা যুব ঋণ গ্রহণ করেন। ৯ জন শ্রেষ্ঠ সফল আত্নকর্মী, সংগঠক, সংগঠন, উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.