সীতাকুণ্ডে গ্রাম আদালতের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

আজ ৩ জুন, ২০২৪ইং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায়” গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে । উক্ত দ্বি-মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিপ্লাসের সাংবাদিক কামরুল ইসলাম দুলু এবং ৯টি ইউনিয়ন পরিষদের সচিব এবং শূন্য পদে গ্রাম আদালত পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অংশগ্রহণ করেন।
সভায় সীতাকুণ্ড উপজেলায় ২০২৩-২০২৪ সালে গ্রাম আদালতে গৃহীত মামলার চিত্র, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনাসহ গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়াও হাতে কলমে প্রতিবেদন প্রস্তুত অনুশীলন, গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় ইউপি সচিবদের দায়িত্ব এবং করণীয়, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন, গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় গ্রাম আদালত আইন ও বিধি মেনে চলতে হবে এবং সরকারী নির্দেশনা সমূহ লক্ষ্য রাখতে হবে। যে সকল ইউনিয়ন গ্রাম আদালতের মামলা গ্রহণ এবং নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করবেন তাদের উপজেলা পর্যায়ে চেয়ারম্যান এবং সচিবদের সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম, ২নং বারৈয়াঢালা ইউপি সচিব রাজিয়া সুলতানা, ৫নং বাড়বকুণ্ড ইউপি সচিব আজিজুর রহমান, ৭নং কুমিরা ইউপি সচিব শোভন কান্তি, ৮নং সোনাইছড়ি ইউপি সচিব অমর কান্তি, ৯নং ভাটিয়ারী ইউপি সচিব সুমন বিশ্বাস, ১০নং সলিমপুর ইউপি সচিব আল-আমিন, ৬নং বাশবাড়িয়া আদালত সহকারী বন্ধনা দেবী, ৪নং মুরাদপুর আদালত সহকারী নাহিদা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *