সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সাধারণ ছাত্র- ছাত্রীদের কোটা বিরোধী আন্দোলন সারা দেশের ন্যায় চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুমিরার ঘোড়া মারা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে,এতে মহাসড়কের দুদিকে শত শত যানবাহন আটকা পড়ে,চট্টগ্রাম মুখি একটি ট্রেনও আটকে পড়ে। ট্রেনটি পড়ে কুমিরা ষ্টেশনে ফিরিয়ে নেয়া হয়।
সকাল ১১ টার দিকে লাঠিসোটা, দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সীতাকুণ্ড ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালায়, এসময় উভযের মধ্যে তুমুল সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
হামলা বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন প্রতিনিধি কে জানায়,অবরোধের সংবাদ পেয়ে আমি থানার সকল অফিসার ফোর্স সহ ঘটনাস্হলে যাই,উভয় কে শান্ত থাকার জন্য উদ্ভোদ্ধ করি। ছাত্র ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও কেহ আহত হওয়ার সংবাদ পাইনি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুর ইসলাম প্রতিনিধি কে জানায়, দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হলেও বড়ধরনের কিছু হয়নি,ছাত্রদের কে বুঝিয়ে ক্যাম্পাসে পাঠিয়ে দিয়েছি দুপুর পোনা দুই টায়।
যানবাহন স্বাভাবিক করছে হাইওয়ে থানার পুলিশ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.