মো.নজরুল ইসলাম
জেলা প্রতিনিধি(হবিগঞ্জ)
২৭ মার্চ,বুধবার,২০২৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ট পর্যটক ও দানবীর মো. নিজাম আল দ্বীনের উদ্যোগে আজ ১৬ রমাদ্বান, রোজ বুধবার, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান ছালেহাবাদ দারসসুন্নাত মোহেব্বিয়া দীনিয়া মাদরাসায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আলীয়া, দীনিয়া,হাফেজি, লিল্লাহ বোডিং ও এতিমখানার ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ছালেহাবাদী হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা ক্বারী সৈয়দ জাবের আল মুহিম।
উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ম্যানেজার মো.কুতুব আল দ্বীন,
ছালেহাবাদ দীনিয়া মাদরাসার মুদির(ভারপ্রাপ্ত) মুফতি মো.শফিকুল ইসলাম, প্রধান ক্বারী মাওলানা মুফতি শফিউল আলম এনামী, হাফেজি মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো.বদরুল আলম উমায়ের, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, ছালেহাবাদ দারুচ্ছুন্নাত কমপ্লেক্সের সহকারী পরিচালক মাওলানা মো.মুজিবুর রহমান, ডা:মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সহকারী শিক্ষক (ইংরেজি) মো.ইকবাল হোসেন রুবেল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নজরুল ইসলাম, ছালেহাবাদ দাখিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আবুল হাসান, যমুনা গ্রুপের অফিসার (ভ্যাট) মো.মাহমুদুল ইসলাম শাওন,রেডেক্স কোরিয়ারের এরিয়া ইনচার্জ জুয়েল আহমেদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে সদ্য এম এ পাশ মো.আল আমিন কুরাইশী, বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুল কাদির রুবেল, মাদরাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.