সিন্ডিকেটের হাতে জিম্মি মাধবপুর সবজি বাজার

সিন্ডিকেটের হাতে জিম্মি মাধবপুর সবজি বাজার

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
একটি প্রভাবশালী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে মাধবপুর পৌরসভার প্রধান সবজি বাজার। রাস্তার উপর সবজির দোকান বসিয়ে ওই সিন্ডিকেট প্রতিটি দোকান থেকে প্রতিদিন ৫শ থেকে ৮শ টাকা ভাড়া আদায় করছে। গত ১ মার্চ মাধবপুর বাজারের একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাস্তা দখল করে সবজি বাজার বসানো ও সিন্ডিকেটের ভাড়া আদায়ের বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল সবজি বাজারে অভিযান চালিয়ে রাস্তার উপরের সকল দোকান উচ্ছেদ করেন। এর পর থেকে ওই সিন্ডিকেট মাধবপুর বাজারে কোন সবজি ব্যাবসায়ীকে বসতে দিচ্ছে না। এতে বিপাকে পড়েছে মাধবপুর পৌর শহরের সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সবজি ব্যাবসায়ী জানান, যারা রাস্তায় দোকান বসিয়ে ভাড়া আদায় করতো তারা সাধারণ সবজি ব্যাবসায়ীদের উপজেলা প্রশাসনের দেওয়া জায়গায় বসতে দিচ্ছে না। তারা কৌশলে ওই জায়গায় নিজেদের নামে প্লট নিয়ে ভাড়া দিতে চায়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, আমরা সবজি ব্যাবসায়ীদের জন্য জায়গা ঠিক করে দিয়েছি। তবে কোন ব্যাক্তির নামে কোন প্লট বরাদ্দ দেওয়া হবে না। সবজি বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজনে আমরা মাইকিং করে সবাইকে বিষয়টি জানিয়ে দিব। কেউ যদি সিন্ডিকেট করে দখল নিয়ে কোন দোকান ভাড়া দিতে চায় তাহলে বিষয়টি আমাদের জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *