মাভাবিপ্রবি প্রতিনিধি
…………শোকবার্তা………..
সিএসই বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রী মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক:-
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রী রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১০.৩০ টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁদের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলামের পক্ষ থেকেও পৃথকভাবে শোক জানানো হয়।
উল্লেখ্য, রোববার রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়ায় এক স্বজনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উড়াল সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আসিফ মাহমুদ ও তার স্ত্রী নিহত হন। আসিফ মাহমুদের গ্রামের বাড়িতে কালিয়াকৈর উপজেলায়। তাদের মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।