শহিদুল ইসলাম : ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরের শহীদদের জন্য
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি দখলদার, হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের স্মরণে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতেও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় সকাল ৯টায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনে কার্যক্রম শুরু করা হয়।
প্রথমে উপজেলা পরিষদের পক্ষে
ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসনের পক্ষে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুষ্পস্তবক অর্পণ করেন।
সে সময় উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা,ধনবাড়ী থানার ওসি মো: সাজ্জাদ হোসেন,ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব- উন- নাহার ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ বাবুল হাসান , ধনবাড়ী হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ মোঃ রাসেল পারভেজ তমাল, ধনবাড়ী থানার (ওসি) তদন্ত ইদ্রিস আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম মোর্শেদ,প্রাক্তন শিক্ষক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে একে একে উপজেলা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ধনবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা ও বিভিন্ন সংস্থা ও দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.