রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মীসহ সকল অঙ্গসহযোগী সংগঠন ও মোহনগঞ্জ বণিক সমিতি এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ.ক.ম শফিকুল হক, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদি চৌধুরী অপু প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তরা অন্তবর্তী সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা আরো বলেন, লুৎফুজ্জামান বাবর এলাকার জননন্দিত নেতা। তিনি স্বরাষ্ট্র প্রতিমস্ত্রী থাকাকালে এলাকায় প্রচুর উন্নয়নসহ দলমত নির্বিশেষে বহু মানুষের চাকুরিসহ কর্মসংস্থানের সহযোগিতা করেছেন। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এসব মামলা ও সাজা মওকুফ করে দ্রুত সময়ের মধ্যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি করেন বক্তারা। উল্লেখ্য, ১৯৯১, ১৯৯৬ ও সর্বশেষ ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.