দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আজ ২/২/২৪ ইং রোজ শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাগর-রুনির হত্যাকান্ডের আসামীকে ধরতে ধীরগতির কারণ সম্পর্কে জানতে চাওয়া সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,
বিভিন্ন দেশে ৪২ বছর পর খুনের মামলার আসামি ধরা এবং ২৪ বছর পর রহস্য উন্মোচনের উদাহরণও রয়েছে। এজন্যই আমি বলছি যারা সত্যি কারের এই অপরাধটা করেছে তাদেরকে ধরার জন্য সব রকম চেষ্টা করেও যদি ৫০ বছর সময় লাগে লাগুক। যত সময় লাগুক সুষ্ঠু তদন্ত করে সাগর-রুনির প্রকৃত খুনীকে ধরা হবে।
তিনি আরও বলেন, পুলিশ চেষ্টা করছে। প্রকৃত তদন্ত চলছে। প্রকৃত আসামিকে ধরতে পারছে না সেই জন্য এই তদন্তে সময় লাগছে।
তিনি আরও বলেন, আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে হয়রানি করা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকেই ধরতে হবে।
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাজিল খলিফা কাজলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।