মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) দুপুরে মামলার প্রধান আসামি মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, গত ১৫ মে বেলা দুপুর সাড়ে ১২টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক তার দাপ্তরিক কাজ করছিলেন। এমন সময় আসামি মামুন পরিষদের সচিবের কক্ষে ঢুকে তাকে মারধোর করে। মারধোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে বাদী করে তাৎক্ষণিক একটি মামলা নেওয়া হয়। এরপর সরিষাবাড়ী থানা টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। আজ দুপুরে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.