সরিষাবাড়ীতে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন পৌর-মেয়র মনির উদ্দিন

মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাবেক ২নং ওয়ার্ডের বাউসি বাজার হইতে পঞ্চপি বাজারে যাওয়ার ঢালাই রাস্তাটির দুই পাশে মাটি না থাকায় জায়গায় জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়, এতে সাধারণ পথচারীদের চলাচলের সমস্যায় পড়তে হতো প্রতিনিয়ত, আর সেইদিকে খেয়াল করে মানুষের যেনো চলাচলের কষ্ট না হয় তাই তার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে মাটি কেটে মেরামত করে দিলেন সরিষাবাড়ী পৌরসভার মানবতার মেয়র মনির উদ্দিন।

এর আগেও সরিষাবাড়ী পৌরসভার একাধিক রাস্তায় টিয়ারের বরাদ্দ দেওয়ার পরেও সেখানে তার নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা সংস্কার করে দিয়েছেন।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন দৈনিক বাংলাদেশ সমাচারকে বলেন, আমি পৌর-মেয়র নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর থেকেই পৌরবাসীর কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে এবং আমি একজন পৌর- সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি।

আমার এইসব উন্নয়নমূলক কাজ দেখে অনেকেই কোন কোন মিডিয়া কে দিয়ে আমার নামে এটাসেটা লেখায়। কিন্তু আমি এইসব নিয়ে ভাবি না,কারণ আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র, আমি যতদিন আছি আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে পৌরবাসীর সেবা করে এবং তাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই।

এদিকে সরিষাবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন বলেন, তিনি যেহেতু নির্বাচিত মেয়র, সে যদি তার নিজ ইচ্ছায় সাময়িক ভাবে খানাখন্দ রাস্তাগুলো সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *