সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : ‘‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া।

অনুষ্ঠানে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, এনজিও ফোরামের সভাপতি ফিরোজ আহম্মদে,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর সহ প্রশিক্ষিত উদ্যোক্তা সাগরিকা, ইউসুফ ও মাকসুদা আক্তার বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রশিক্ষিত নারী-পুষর ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *