সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত ১২.০১ মিনিটে নব নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য মোঃ আবদুর রশীদ এমপি শহীদদের স্মরণে প্রথমে সরিষাবাড়ী গণময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেন। সেই সাথে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, সরিষাবাড়ী পৌরসভা, সরিষাবাড়ী থানা, সরিষাবাড়ী হাসপাতাল ও অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর, সরিষাবাড়ী প্রেসক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব, এনজিও ফোরাম সরিষাবাড়ী সহ নানা সংগঠন ফুলের শ্রদ্ধাঞ্জলি দেন।
২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে সরিষাবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরিষাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ আবদুর রশীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন অর রশিদ, পৌর মেয়র মোঃ মনির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মুহাঃ সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান, এড. শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক এম.এ গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বদরুল হাসান, সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ ও সরিষাবাড়ী পৌর আ’লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু তাহের, একেএম আনিছুর রহমান জুয়েল, প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.