মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মনির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলী, সহকারি কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মোঃ জুহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ওসি তদন্ত ফয়সাল আহাম্মেদ। আরও বক্তব্য রাখেন দুপ্রকের সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো: আন্নু মিঞা, সদস্য সাংবাদিক বাদশা ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রকের সদস্য আইরিন লাকী। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বিএনসিসি’র ও সততা সংঘের সদস্যবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.