মতিউর রহমান, সরিষাবাড়ীঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন জন গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট খানা-খন্দে আর জলাবদ্ধতায় চরম দূর্ভোগে এলাকাবসির। কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে পৌর নাগরিক ও পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌর নাগরিক-পথচারী সুত্র ও সরজমিনে জানা যায়, সরিষাবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পাকা রাস্তায় খানা-খন্দে অল্প বৃষ্টিতেই পানি জমে দুর্ঘনার আশংকা নিয়ে পথ চলছে পথচারী বা যানবাহন গুলো। প্রায়ঃশ-ই অনেকেই দূর্ঘটনার শিকার হন ওই খানাখন্দে। বন্ধের দিন শুক্রবার জুমার নামাজ আদায় কিংবা প্রয়োজনীয় বাজার করতেও অনেকে পড়েন বিপাকে। কয়েক দিনের টানা বর্ষণে শিক্ষা- প্রতিষ্ঠান,বাজার, হতে সরকারী অফিস পাড়া বাসায় আসা যাওয়া দুর্বিসহ হয়ে উঠে। খানা-খন্দে বৃষ্টির পানি জমে রাস্তাতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মনে হচ্ছে রাস্তা নয় যেন ছোট খাটো জলাশয়।
লক্ষনীয় যে, সরিষাবাড়ী পোষ্ট অফিস পুর্ব পার্শ্বে রাস্তায় জলাবদ্ধতা, পোষ্ট অফিস মোড় হতে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় এবং উত্তরে আরাম নগর বাজারে প্রবেশের রাস্তায় পানি ও খানা খন্দে জলাবদ্ধতা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম সরকার সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ার ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য। এ রাস্তা দিয়ে চলাচলকারী জন ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পোষ্ট অফিসের মোড় হয়ে সরিষাবাড়ী সাব-রেজিষ্ট্র অফিস,মাহমুদা সালাম মহিলা কলেজ,রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়,সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও আরামনগর আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন সরকারী-বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারন যাতায়াতে রাস্তাটির গুরুত্ব অপরীসীম। সংশ্লিষ্টদের উদাসীনতায় পৌর সভার এআরএ জুট মিল গেটের পূর্বপার্শ্বে রেল ওয়ে ষ্টেশন ও তাডিয়াপাড়ায় বসবাসকারী নাগরিকদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরিষাবাড়ী থানা রোড় থেকে রেলী ব্রীজপাড় পর্যন্ত সিংহভাগ রাস্তাও খানা-খন্দে ভরপুর।
আরামনগর উচ্চ বিদ্যালয়ের পাশে ও আলহাজ্ব বিদ্যা নিকেতন গেটের পুর্ব পার্শ্বে রাস্তায় গর্ত ও জলাবদ্ধতায় পানি নিষ্কাশন প্রয়োজনীয় ব্যবস্থা সচল না থাকায় দীর্ঘ সময় পানি জমে ডাসবিনের আর্বজনা পচে দূর্গন্ধ ছড়ানোসহ আর্বজনা পানিতেও ভাসছে।
শনিবার বৃষ্টির প্রাদূর্ভাব কম থাকায় প্রয়োজনের তাগিদে অল্প সংখ্যক জন ও যান চলাচল করতে দেখা গেছে। চলাচলকারী যান চালক ও পথচারীদের নিকট জানতে চাইলে তারা বলেন, অল্প বৃষ্টিতেই গর্তে পানি জমে চলাচলে ব্যঘাত হয়। গর্তের সঠিক স্থান বুঝে উঠতে না পারায় অনেক দূর্ঘটনাও ঘটে। দ্রুর এর ব্যবস্থা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন বলেন,কিছু রাস্তায় সমস্যার সৃষ্টি হয়েছে। সে সব রাস্তায় দুর্ভোগ লাগবে জরুরী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.