মাসুদ রানা , সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার দুপুরে কামরাবাদের টিএমএসএসের কার্যালয় মিলনায়তনে বিনামূল্য ৪০০ জন কিষান- কিষাণীদের মধ্যে কৃষি যন্ত্র ও বীজ বিতরণ করা হয়। সিটি ব্যাংকের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে এ কৃষি যন্ত্র ও বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএম এসএসের ময়মনসিংহের জ্যেষ্ঠ পরিচালক আহসান হাবীব। কিষান কিষানিদের হাতে কৃষি যন্ত্রের চাবি ও বীজ তুলে দেন প্রধান অতিথি সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন। এ সময় বক্তব্য দেন জামালপুরের জোনাল ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, উপজেলা ব্যবস্থাপক এরশাদ আলী, সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মুহতারিম হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।
টিএমএসএসের সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক এরশাদ আলী বলেন,পাঁচজনকে ট্রাক্টর, ১৫০ জনকে স্পে মেশিন, ২০ জনকে ধান কাটার যন্ত্র ও ২২৫ জনকে ১০ কেজি ধানের বীজ ও ১০ কেজি ভুট্টার বীজ দেওয়া হয়।