মোঃ ফয়সাল হায়দার
(ক্রাইম রিপোর্টার)
মাগুরা জেলা প্রতিনিধি
সাধারণ জনগণের সার্থে, পুলিশ তার দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ,
জনগনের ও কিছু দায়িত্ব রয়েছে, সেগুলা পালনে, পুলিশ সুপারের আবেদন।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী, চুরি, ডাকাতি , সামাজিক দলাদলি / কোন্দল সহ সকল ধরণের অপরাধমুক্ত মাগুরা গড়তে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশ কন্ট্রোল রুম-(০১৩২০-১৪৬০৯৯) নাম্বারে কল অথবা মেসেজ দিয়ে তথ্য প্রদান করতে পারেন। এছাড়াও মাগুরা জেলা পুলিশের ফেসবুক মেসেঞ্জারেও তথ্য প্রদান করতে পারেন। সাইবার ও অনলাইন অপরাধ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধার, বিকাশ প্রতারক চক্রদের গ্রেফতারে মাগুরা জেলা পুলিশের (CCIC) Cyber Crime Investigation Cell দিনরাত কাজ করে যাচ্ছে এবং (CCIC) এর সুনাম মাগুরা জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। উল্লেখ্য যে, এক্ষেত্রে আপনার পরিচয় গোপন রাখা হবে ও উপযুক্ত তথ্যের জন্য পুরস্কৃত করা হবে।
পুলিশ সুপার মাগুরা জেলা।।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.