এন্ড্রো ত্রিপুরা
বান্দরবান প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার, ১৮ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৫ আগস্টের কালরাতে বাবা-মা ও পরিবারের অন্যান্য স্বজনের সঙ্গে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে নরপিশাচরা।
বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হয়।
এবার দিবসটি পালনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
দেশনেত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।
বাণীতে শেখ হাসিনা বলেন,
‘”শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’”
এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান জেলা প্রশাসকের
কনফারেন্স রুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি : জনাব শাহ মোজাহিদ উদ্দিন
জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ অতিথি : জনাব সৈকত শাহীন, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা।
ডা: মো: মাহবুবুর রহমান, সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা।
জনাব মো: সামসুল ইসলাম, মেয়র বান্দরবান পৌরসভা।
জনাব মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা।
শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জনাব শাহ মোজাহিদ উদ্দিন শিশুদের হাতে
পুরষ্কার বিতরণ করেন। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। শিশুর মেধা বিকাশে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।।
সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে সমাপ্ত করেন।