আছিফুর রহমান রাহুল
শরীয়তপুর জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। বুধবার (১৮ অক্টোবর) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় শরীয়তপুর এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলে এর ৬০তম জন্মদিন উপলক্ষে জেলা পুলিশ, শরীয়তপুর এর পক্ষ থেকে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবরর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি শরীয়তপুর শহর প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) জনাব তানভীর হায়দার,সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।