ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
দেশের বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। শেখ মুজিবর জন্মদিনের উপলক্ষে ১৭ মার্চ মাস আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ জাতের বৃক্ষ রোপণ করা হয়। ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচিকে জানান শিক্ষক এবং দেশের সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। এখানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোমিনুর রহমান, আমিনুর রহমান, বাদশা রহমান, নাজিম উদ্দিন, বাদল রহমান, মফিজুর রহমান, সাংবাদিক অমিদ হাসান,সাহিদা খাতুন ,শারমিন খাতুন, সেলিনা খাতুন, আরো অনেকে ইত্যাদি।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মোঃ প্রধান শিক্ষক মোমিনুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পরিবেশের উন্নয়নে দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ছায়া-শীতল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ঝিনাইদহ মহেশপুর উপজেলার আনুমানিক ১০০ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেছেন বৃক্ষপ্রেমিক মোমিনুর বিশ্বাস। তিনি পেশায় একজন গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । প্রধান শিক্ষক মোমিনুর রহমান বিশ্বাস বলেন, ‘বৃক্ষ আমাদের ছায়া দেয়। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। বৃক্ষ আমাদের অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে। বৃক্ষ থেকে আমরা ফুল ও ফল পাই। এ ধরনের নানা বিষয়ের কথা চিন্তা করে আমি ২০১৮ সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেছি। আজকে যারা ছোট শিশু তাদেরও প্রতি দায়িত্ব রয়েছে, তাদের জন্য বাসযোগ্য সহ নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের তরুণ প্রজন্মে বনায়ন ও বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে একটি গাছ কাটলে তিনটি গাছ লাগাতে উৎসাহিত করতে হবে সবাইকে ।