শাহ্ওয়ালীউল্লাহ সোহাগ
-----------------------------------------------------শীতের দিনে অঝোর ধারায় বৃষ্টি "
বেকার ছেলে গুলোর
চায়ের দোকানে বসে চলছে মিষ্টি আড্ডা,,,?কর্মজীবী মানুষ গুলো ছুটছে তার কাজের তাগিদে "
ছাতার নিচে নিজের দেহটি কে লুকিয়ে,,,?কৃষক বসে, হাতটি গালে রেখে "
ভাবছে তাহার ফসলের মাঠ নিয়ে,,,?গ্রাম গঞ্জের মা, বোনেরা বসে কারো ঘরে"
হাজারো গল্পে মেতে উঠেছে,
নিপুণ হাতের কৌশলে, ফুটিয়ে তুলছে
বাহারী রংঙ্গের সুতার পোশাক,,,?নতুন নববধূ তাঁর বর কে নিয়ে "
হাজার স্বপ্নের কল্পনার গল্পে উঠেছে মেতে,,,?আমি অধম ভাবছি বসে, এতো কিছু নিয়ে"
আর মাঝে মাঝেই তাকিয়ে দেখছি ওই আকাশের দিকে
এই বুঝি বৃষ্টি গেলো থেমে,,,?।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.