শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২৩

নোয়াখালী জেলা প্রতিনিধি–

নোয়াখালীর স্বনামধন্য শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।–

আজ শুক্রবার (১৩ অক্টোবর) প্রথম ধাপে সকাল ৯ টা ও বিকাল ৩ টা থেকে ২য় ধাপে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর ৪ উপজেলার মোট ১০ টি কেন্দ্রে ৬ হাজার ১৩৫ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।–

নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ এমরান হোসেন বৃত্তি পরীক্ষার কার্যক্রম নিয়ে বলেন, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি নিবন্ধনকৃত একটি সামাজিক কল্যাণ সংগঠন।
ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র–ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তুলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে।”
তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় আজ নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৬ হাজার ১৫ জন শিক্ষার্থী। পরীক্ষাটি দুইটি ধাপে অনুষ্ঠিত হয়, সকাল ৯টা থেকে প্রথম ধাপ এবং দুপুর ৩টা থেকে ২য় ধাপে জেলার বিভিন্ন উপজেলায় মোট দশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *