শহিদুল ইসলাম : ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত কুমার বণিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার টাঙ্গাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মাহবুবুর রহমান সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার টাঙ্গাইল , উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা কামাল , সহকারি উপজেলা শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান প্রমূখ।
উক্ত মত বিনিময় সভার সভাপতি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন বলেন, বর্তমান শিক্ষার্থীদের কে এখনই লক্ষ্য স্থির করতে হবে, ভবিষ্যতে কি হবে লক্ষ্য স্থিরের মাধ্যমে সে অনুযায়ী লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়ার সূচনা সময়ে লক্ষ্য স্থির করতে হবে । তিনি শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে পাঠদান ও তাদের কে নিজের ছেলে মেয়ের মত করে লেখাপড়া করাতে অনুরোধ জানান ।
মতবিনিময় সভায় সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।