শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ।
এমতেয়াজ ফরহাদ স্টাফ রিপোর্টার :
অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আফতাব উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা ও তারুণ্য পরিবারের উপদেষ্টা জানি মিয়া এর পক্ষ থেকে অত্র স্কুল মাঠে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
তারুন্য পরিবারের প্রতিষ্ঠাতা মো. সোহাগ হাসানের সঞ্চালনা ও আফতাব উদ্দিন ওয়াল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ফজলুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য নাইম খান, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, ছাত্রালীগের সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার, তারুণ্য পরিবার মাদারীপুর এর উপদেষ্টা মেহেদী হাসান সোহেল, এইচএম রেজাউল হক, এইচএম হাবিবুর রহমান সহ অন্যান্য।এছাড়া উপস্থিত ছিলেন তারুণ্য পরিবারের সদস্য সুবর্ণ সুলতানা মনি, কিরণ আক্তার, ইসমাইল খান হৃদয়, রিমা ইসলাম, সাথী খান, বন্যা, ফারিয়া রুনা, তামিম, হাসান, নুসাইবা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ৩০০ ছাত্রছাত্রীদের মাঝে ১টি করে গাছ ১টি খাতা, ১টি কলম, জ্যামিতি বক্স, ও একটি প্লাস্টিক ফাইল দওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.