মোতাব্বির হোসেন
বর্ষা শেষে শরৎ আসে
নিয়ে নবীন রুপ,
ফুল ফড়িংয়ে ধরায় ভরা
দেখি হয়ে চুপ।শরৎকালে প্রভাতবেলায়
শিশির ভেজায় ঘাস,
শরৎকালে হাওর বনে
আমন ধানের চাষ।শরৎকালে ভেসে আসে
পাকা তালের প্রাণ,
মিষ্টি ঘ্রাণে ভরে যায়
গ্রাম বাংলার প্রাণ।শরৎকালে শাপলা ফুলে
ভরা থাকে বিল,
শরৎকালে ফড়িং নাচে
আকাশ রাঙা নীল।নদীর কূলে কাশ ফোঁটে
বাগান ভরা ফুল,
আমায় গাঁয়ের মা বোনেরা
বাঁধে মাথার চুল