শরীয়তপুর জেলা প্রতিনিধি :
-
শরীয়তপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী।
গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের নুর জেনারেল হাসপাতালে ওই প্রসূতি দুটি মেয়ে ও একটি ছেলে
সন্তানের জন্ম দেন বলে হাসপাতালটির গাইনি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া জানান।
প্রসূতি লাভনী আক্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার চর রাড়িপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।
এ দিকে তিন সন্তান জন্ম দেওয়ার খবরে হাসপাতালে বাচ্চা দেখতে ভিড় করছেন প্রসূতির স্বজনরা।
বছর খানেক আগে মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের সঙ্গে লাভনীর বিয়ে হয় বলে স্বজনরা জানান।
লাভনী আক্তার জানান, এ সময় গর্ভকালের ৮ মাস পূর্ণ হলে গত মঙ্গলবার তিনি নিয়মিত চেকআপের জন্য ওই হাসপাতালে যান। হাসপাতালের চিকিৎসক তাকে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার করতে বলেন।
পরে তিনি আরও জানান, নিয়মিত চেকআপে তিনি দুটি সন্তান হওয়ার কথা জানতেন। কিন্তু অস্ত্রোপচারে তিনটি সন্তানের জন্ম দিয়েছে জানতে পারে । পরে তিনি
তার সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
লাভনীর শ্বশুর খলিল খান বলেন, “আলহামদুলিল্লাহ, একসঙ্গে তিনজনের দাদা হয়েছি। সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে। শিগগিরই বড় করে মিলাদ মাহফিলের মাধ্যমে নাতি-নাতনিদের নাম রাখা হবে।”
এদিকে, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান বলেন, “আমাদের হাসপাতালে দ্বিতীয়বারের মত একসঙ্গে তিন সন্তানের জন্ম দানের ঘটনা ঘটেছে।”
এবং এটিও সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.