স্টাফ রিপোর্টার
সাইফুর রহমান লিওন:
আজ ১১/১০/২৩ তারিখে আংগারিয়া বাইপাসে আয়োজন করা হয় ইলিশ মাছের মেলা। এতে করে সময়ের সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বারে।মা ইলিশ রক্ষায় অভিযানে ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয় বন্ধ থাকায় অভিযানের আগে এই মেলায় আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে বিক্রেতা তাদের ইলিশ মাছ নিয়ে এয়ে মেলায় সাজিয়ে বসেন । এতে করে এই খানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সকলে আনন্দের সাথে ইলিশ মাছের মেলায় আসতে থাকেন । মাছ বিক্রেতাদের থেকে জিজ্ঞেস করলে তারা বলেন মেলায় এসে তাদের মাছ দ্রুত বিক্রি হচ্ছে এবং তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন। এবং এই ইলিশ মাছের মেলায় ছোট বড় অনেক ইলিশ মাছ লক্ষ্য করা যায়। ক্রেতাদের কাছে জিজ্ঞেস করলে তারা জানায় মেলায় অনেক মাছ আসার কারনে মাছের দামো স্বাভাবিক সময়ের থেকে কম। এতে করে ক্রেতারা সহজে তাদের মাছ কিনে বাড়িতে যাচ্ছেন। এবং মেলায় আয়োজককারিদের থেকে জানা যায় এই মেলা রাত ১২ টার আগ
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.