এ.এল.কে খান জিবু
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (নভেম্বর ১৮) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে দলীয় মনোনয়ন বিতরন শুরু হয়েছে। রংপুর বিভাগের প্রথম প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
অনেক আগে থেকেই তার সংসদীয় আসন (হাতীবান্ধা-পাটগ্রাম) এর তার সমর্থীত আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্নমুখী উন্নয়নের চিত্র তুলে ধরে সভা-সমাবেশ করছেন তারা। আবারও সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনঃরায় নৌকায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপিকে নিবার্চিত করতে আহবান জানানো হয়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এতে রংপুর বিভাগের লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (শ্যামল)।
তিনি জানান, আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই মোতাহার হোসেন এমপি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.