তারেক আজিজ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই বিতরন কার্যক্রম। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বউ উৎসক কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক সুরাইয়া জাহান। পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বই বিতনর শুরু হয়। এ বছর জেলার ৫টি উপজেলায় প্রাথথমিক, ইবতেদায় ও মাধ্যমিকের ৪ লাখ ২০ হাজার ৬শ ৫৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। এ শিশুরাই আগামীদিনে ভবিষৎত। এরা যেন নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে,সে জন্য সরকারের বিনামূল্য বই বিতরনের এ উদ্যোগ নিয়েছে সরকার। এবার বইয়ের কোন সংকট নেই। সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.