তারেক আজিজ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদরের ৯ টি বিদ্যালয়ের ২৭ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ফাতেমা খাতুন-সাহাদাত উল্যাহ মেমোরিয়াল ফাউন্ডেশন।
মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইকবাল হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ মানুষ গড়ে উঠলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে। তাই আমরা শিক্ষকদের দুর্নীতি বন্ধে সেখানে যেতে বাধ্য হচ্ছি। আমরা দুই ধারায় কাজ করছি। একদিকে দুর্নীতিবাজদের ধরে বিচারের আওতায় আনছি। অন্যদিকে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ, সততা স্টোর প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। সততা একটি সমন্বিত বিষয়। আজকের শিক্ষার্থী হবে আগামী দিনের নেতা, রাষ্ট্রনায়ক, বিচারক, ডিসি, এসপি। তাদের সঠিক আদর্শে গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।‘
সভাপতির বক্তৃতায় সাখাওয়াত আরিফ বলেন, ‘প্রতি বছরই সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করি। কারণ, এতে শিক্ষার্থীরা ভালো ফলাফলে উৎসাহ পায়।’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা অফিসার মো: আব্দুল মতিন, সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।