মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
প্রেস বিজ্ঞক্তি
অপহরণ মামলার এজাহার নামীয় আসামী মূলহোতা ইমাম হোসাইন কে “যৌথ অভিযান করে ঢাকার সাভার এলাকা থেক গ্রেফতার করেেছ র্যাব-০৫।
র্যাব প্রাতিষ্ঠাকাল সময় থেকেই দেশের সার্বিক আইন শূঙ্খলা পরিস্থতি সমুনত রাখার ল সবধরণের অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সস্ত্রাসী, সংবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গায়দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস
অপারেশনাল ক্যাপ্টন অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কয়ার্ড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং “মেজর মাসুয়ার, সিনিয়র এএসপি রানা (রাব-১) এর যৌথ অভিযানে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ ২০.৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী ইমাম হোসাইন (২০), পিতা-মো দুলাল রব্বানী, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করে ভিকটিম মোসাঃ তাসনিম আক্তার কে উদ্ধার করা হয়। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম তাসনিম আক্তার (১৩), পিতা-আবুল কালাম আজাদ, সাং-তাহেরপুর, ইউপি-ইসবপুর, থানা-ধামুরহাট, নওগাঁ গত ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় প্রাইভেট পড়ার জন্য বাসা হতে বের হলে, প্রাইভেট কারে করে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করে আসামীগণ। পররর্তীতে ভিকটিম এর বাবা বাদী হয় ০১/০১/২০২৪ তারিখ ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসাইন কে ১ নং আসামী করে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে। গায়দা তৎপরতার মাধ্যমে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব- ১, এর কোম্পানি এর যৌথ অভিযানিক দল১০ জানুয়ারি ২০২৪ তারিখ র্যাব অনুমান ২০.৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানা এলাকায় হইতে এজাহার নামীয় ১নং আসামীর মূলহোতা মোঃ ইমাম হোসাইন (২০) কে গ্রেফতার করে এবং ভিকটিম তাসনিমকে উদ্ধার করে।