পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলম।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রভোস্টদের সাথে এক জরুরী সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় ৬ টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠান্ডা-গরম পানির জন্য ফিল্টার স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন করার নির্দেশ দেন।
এছাড়া ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ৬ মিলি মিটার পাইপ পরিবর্তন করে ১০ মিলি মিটার ব্যাসের পাইপ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও তিনি রুয়েট ক্যাম্পাসে আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরীর নির্দেশ দেন।
এই জরুরী সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রভোস্টবৃন্দ,প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.