রায়পুরায় সুপেয় পানি ও স্বাস্থ্য সেবা বুথ স্থাপন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় চলমান তাপদাহে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম রায়পুরার রেলগেইট, শ্রীরামপুর বাজার ও রায়পুরা বাসস্ট্যান্ড এলাকায় সুপেয় পানির বুথ স্থাপন করেন।

চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও যাত্রী সাধারণদের বিভিন্ন কারণে যাতায়াতে পরিশ্রম হয় তাদের পানি পান এর সুবিধার জন্য এই ব্যবস্থা নেয়া হয়।

এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারী যেন খাবার স্যালাইন খেতে পারে সে ব্যবস্থাও রয়েছে ‘সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা’ বুথে। প্রশাসনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবা গ্রহিতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *