জায়েদ উজ্জামান কৌশিক :
নরসিংদীর রায়পুরায় দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হয়ে গেলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় নরসিংদী সিটি ফুটবল ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।
রোববার (১০ নভেম্বর) রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে রায়পুরা সরকারি কলেজ মাঠে এ খেলাটির আয়োজন করা হয়।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন খেলার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় একটি পুর্নাঙ্গ ফুটবল কোচিং সেন্টার প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনির প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.