হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের রামপালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক এর স্বপ্ন যাত্রা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ ও সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইডিআইআরকেএস এর সহযোগীতায় ও কোডেক এনজিও'র বাস্তবায়নে সংযোগ স্থাপন এর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, কোডেকের সমন্বয়কারী সৈয়দ মাহাবুবুর রহমান, টেকনিকাল অফিসার মো. রাফি আহমেদ, প্রোগ্রাম মনিটরিং অফিসার জাকির হোসেন, ফিল্ড অর্গানাইজার পূর্ণিমা রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিশুদের মানসিক বিকাশা কোডেক বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি আগত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুরা সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যুক্ত হলে তাদের মানসিক বিকাশ ঘটবে। তাদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত করতে হবে। এমন সৃজনশীল ইভেন্টের আয়োজন করার জন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপজেলার ১০ ইউনিয়নের শিশুদের নিয়ে কার্যক্রম চালানোর আহবান জানান ওই কর্মকর্তা।
স্বপ্ন যাত্রা'র এ সভা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সভা শেষে শিশুদের মাঝে কোডেক'র পক্ষ থেকে শিশুদের পুরস্কৃত করা হয়। পরে শিশুদের রং তুলির আচঁড়ে আকা হস্তশিল্পের উপহার শাড়ি গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.