আশিকুর রহমান জালি।
নিজস্ব সংবাদদাতা রামপাল।
রামপালের গৌরম্ভা ইউনিয়নের বর্নী, ছাইরাবাদ গ্রামে যোগাযোগের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে বাঁশের সেকো নির্মাণ করা হয়েছে। প্রায় দুই হাজার লোকের যোগাযোগের মাধ্যম হলো এই বাঁশের সেকো। দির্ঘ্যদিন ধরে ভেংগে যাওয়ায় পারাপারে ভিষন দূর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীদের। এই বাঁশের সেকো নির্মাণ করায় গ্রামবাসী সস্তি ফিরে পেল। সেকো নির্মাণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য রামপাল – মোংলার গণমানুষের নেতা এ্যাড মাওলানা শেখ আঃ ওয়াদুদ ।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, রামপাল উপজেলা আমির আলহাজ্ব মল্লিক আ হাই ও গৌরম্ভা ইউনিয়নের জামায়াতের সভাপতি মাষ্টার আলমগীর হুসাইন।এই সময় ইউনিয়ন জামায়াত শিবিরের ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা নিজেরা শ্রম দিয়ে বাঁশের সেকো নির্মাণ করেন।