মাসুদ সিকদার :
ঝালকাঠির রাজাপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। “সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে ০৪ নবেম্বর শনিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের উদ্যগে রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়েব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাসান রকি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা আক্তার লাইজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবিএর চেয়ারম্যান অবুল হাসনাত আবদুল্লাহ সুমন, গ্রাম বাংলা সমিতির সভাপতি ওবায়দুল হক, গ্রাম উন্নয়ন ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির সম্পাদক এইচ এম কামরুজ্জামান, মারুফা আক্তার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিআরডিবিএর কর্মকর্তা আব্দুস সালাম।