রাজাপুরে জেলেদের হামলায় সমাজসেবা অফিসার সহ আহত ৬,থানায় মামলা

মাসুদ সিকদার : ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দুই আনসার সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর পালট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিষখালি নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলে তাদের ওপর হামলা চালায়। হামলায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল ও সহকারী শামীম আহত হন। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ জনকে আসামি করে মোট ৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *