০৮-১২-২০২৩
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে জাসদের মনোনীত প্রার্থী রাজশাহী কলেজের সাবেক
নির্বাচিত জি.এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলীর সাথে জাতীয় যুবজোট রাজশাহী মহানগর এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় নগরীর গণকপাড়া ফুড লাভার কনভেনশন সেন্টারে জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ
শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাড.মজিবুল হক বকু,বিশেষ অতিথি, রাজশাহী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক
সুমন চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জাসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দিজেনন্দ্যনাথ সিংহ,জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ,জেলা জাসদ নেতা শামসুজ্জামান শামসু,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,যুবজোট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাহীন,সৈয়দ জোহর হোসেন রনি,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান,
বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ।
সভায় আরো উপস্থিত ছিলেন,জাসদের সিনিয়র নেতা মোঃ ফিরোজ খান,মহানগর সহ সভাপতি পুতুল কান্তি ভট্টাচার্য, শরিফুল ইসলাম,মহানগর জাসদের সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,জাসদ নেতা উওর কুমার,জাতীয় যুবজোট রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,
মহানগর যুবজোটের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক অলিফ ইসলাম অনিক,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল সাদ্দাত,কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সজীব,পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,সদস্য ফয়সাল রহমান রানা,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সমন্বয়ক সোহেল রানা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ,যুবজোট,শ্রমিক জোট,ছাত্রলীগসহ সহযোগী সংগঠন সমহুকে সুসংগঠিত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.