পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- এনামুলের ছেলে রাজু, এন্তাজুলের ছেলে সবুজ,খলিলের ছেলে মোহাম্মদ আলী ও কালামের ছেলে ফারুক।
রাত ৯টার দিকে পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,১৬ জন শ্রমিক দিনের কোনো একসময় পদ্মার চরে কাজে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে তারা একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও চারজন শ্রমিক পদ্মার পানিতে ডুবে যান।
তিনি আরও বলেন, সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে।
এ বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.