রাজশাহীতে র্যাবের জালে বেগুনে ভিতর হেরোইন পাঁচারকালে মাদক কারবারি আটক
রাজশাহীতে র্যাবের অভিযানে বেগুনের ভেতর লুকানো হেরোইনসহ গ্রেফতার ১
২৮-১০-২০২৩
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :
রাজশাহীতে বেগুনে ভিতর হেরোইন পাঁচারকালে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব। জব্দ হেরোইনের মূল্য আনুমানিক ১১ লাখ টাকা। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেরোইনসহ ওই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদককারবারির নাম রুহুল আমিন (৪৩)। সে গোদাগাড়ী উপজেলার চরভূবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করার সময় পালানোর চেষ্টা করে মাদককারবারি রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়।
এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর বেগুন পাওয়া যায়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা সেই বেগুনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে র্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার সকালে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়। রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.