রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
নানা কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেণ। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন খান, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান শিবলী, উপজেলা কৃষি অফিসান মোঃ আসাদুজ্জামান, রাঙ্গাবালী থানার তদন্ত ওসি মোঃ ফিরোজ আলম, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.